জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
সিলেট নগরীর তালতলাস্থ বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ) সিলেট আঞ্চলিক কমিটির উদ্যোগে সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের ৬ষ্ট তলাস্থ কনফারেন্স হলে এই কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ) সিলেট আঞ্চলিক কমিটির সভাপতি মো. মোফাখ্খারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বাংলাদেশ ব্যাংক সিলেটের উপ-পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম ও সহকারী পরিচালক হুমায়রা জাহান রুপুর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক মো. মোসলেম উদ্দিন, জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, বাংলাদেশ ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক ঢাকা প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আহমেদ আলী, বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ) ঢাকার সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক, জাতীয় শ্রমিকলীগ সিলেট জেলার সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কার্যকরী সভাপতি আব্দুল লতিফ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক সিলেটের সভাপতি মো. শওকত আলী, বাংলাদেশ ব্যাংক সিলেটের উপপরিচালক বিপ্লব চন্দ্র দত্ত। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ) সিলেটের সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মো. খিজির খান, মো. মাহমুদুল হাসান, রতেœশ্বর ভট্টাচার্য, সুধাংশু রঞ্জন দেব, সুব্রত তালুকদার, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুল জলিল, অগ্রণী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সুশান্ত দেব, কৃষি ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ নেতা অপূর্ব কান্তি দাস, সদর উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ফয়ছল মাহমুদ, অগ্রণী ব্যাংক সিবিএ’র সভাপতি বখতিয়ার আহমদ, রূপালী ব্যাংক সিবিএ’র সভাপতি ফারুক আহমদ চৌধুরী, সোনালী ব্যাংক সিবিএ’র সাধারণ সম্পাদক খালেদ আহমদ চৌধুরী, অগ্রণী ব্যাংক সিবিএ’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জনতা ব্যাংক সিবিএ’র সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, কৃষি ব্যাংক সিবিএ নেতা কবির আহমদ, শাহানুর আলী প্রমুখ।