বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বেলজিয়াম তৃতীয়

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৮

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বেলজিয়াম তৃতীয়

Manual8 Ad Code

মস্কো : রাশিয়া বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সেমিফাইনালে পরাজিত দুই দলের লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় হয়েছে বেলজিয়াম। ম্যাচের ৪ মিনিটে ডিফেন্ডার টমাস মুনিয়ের ও  ৮৩ মিনিটে এডেন হ্যাজার্ডের করা গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছে বেলজিয়াম।

Manual5 Ad Code

শনিবার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ব্রোঞ্জ পদক জয়ের খেলাটি। যে ম্যাচে মাত্র ৪ মিনিটের মাথায় ইংল্যান্ডের জালে বল ঢুকিয়েছে বেলজিয়াম। এরপর আবার ৮৩ মিনিটে এডেন হ্যাজার্ডের গোলে ব্যবধান আরো বাড়ান।

ম্যাচের চতুর্থ মিনিটেই গোলে ইংল্যান্ডের ডিফেন্সের ভুলই ছিল মুখ্য। নাসের চাদলির জন্য অনেক বেশি জায়গা ছেড়ে দেয় ইংলিশরা। তার বাড়ানো বল শেষ মুহূর্তে পা লাগিয়ে ইংল্যান্ডের জালে জড়িয়ে দেন থমাস মুনিয়ের।

Manual7 Ad Code

মুনিয়ের বেলজিয়ামের দশম খেলোয়াড় হিসেবে রাশিয়া বিশ্বকাপে গোল করলেন। ১৯৮২ বিশ্বকাপে ফ্রান্সের ভিন্ন ১০ জন খেলোয়াড় গোল করার কৃতিত্ব দেখান। ২০০৬ বিশ্বকাপে একই কীর্তি গড়েছিলেন ইতালির খেলোয়াড়রা।

Manual3 Ad Code

এম্যাচে মোট ৫টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড। অন্যদিকে বেলজিয়াম তাদের প্রথম একাদশে পরিবর্তন এনেছে ২টি। ৫ পরিবর্তন এনে ইংল্যান্ড কি ম্যাচটি হালকাভাবে নেওয়ার বার্তাই দিল? যদি তাই হয়, তবে বেলজিয়াম শুরুতেই ভুল প্রমাণ করেছে তাদের।

Manual7 Ad Code

বেলজিয়াম একাদশ: থিবো কুর্তোইস, টবি অ্যালডারউইয়ারল্ড, ভিনসেন্ট কোম্পানি, ইয়ান ভারটোঙ্গেন, টমাস মুনিয়ের, ইউরি তিয়েলম্যান্স, অ্যাক্সেল উইটসেল, নাসের জাডলি, ইডেন হ্যাজার্ড (অধিনায়ক), কেভিন ডি ব্রুইন, রোমেলু লুকাকু।

ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড, ফিল জোনস, জন স্টোনস, হ্যারি ম্যাগুইরে, কেইরান ট্রিপার, রুবেন লফটাস-চেক, এরিক ডায়ার, ফাবিয়ান ডেলফ, ড্যানি রোজ, রাহিম স্টার্লিং, হ্যারি কেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code