৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৮
চট্টগ্রাম : সারাদেশে মাদক ব্যবসায়ীদের লিস্ট আমার হাতে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই লিস্ট করা হয়েছে। লিস্টগুলো ছাপিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে সেগুলো ছাপাতে পারছি না। লিস্টগুলো অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করছি এবং যাদের নাম আছে তাদের বিচারের মুখোমুখি হতেও হবে’ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার দুপুরে শেরে বাংলা নগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মেয়েরা মাদককে ঘৃণা করবে এবং মাদকের ভয়বহতা সম্পর্কে সবাইকে সচেতন করবে।’
মাদক ব্যবসায়ী যেই হোক না কেন কাউকেই ছাড় দেয়া হচ্ছে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক ব্যবসায়ী যদি সমাজের নেতা হয় কিংবা দলীয় লোকও হয় তাকেও আমরা ছাড় দিচ্ছি না। সবাইকেই আইনের আওতায় আনা হচ্ছে। যারা মাদকের ব্যবসা করে আপনারা তাদের নাম আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিন। তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। কোনো পরিবারের কেউ যেন মাদকের সাথে সম্পৃক্ত না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি আরও বলেন, ‘জঙ্গি দমনের মতো মাদক দমনে আমরা কাজ করে যাচ্ছি। মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলতেই থাকবে। যতক্ষণ না পর্যন্ত আমরা মনে করবো ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ অব্যহত থাকবে
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D