ব্রাজিলকে হারিয়ে বেলজিয়ামের জয় জয়কার

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৮

ব্রাজিলকে হারিয়ে বেলজিয়ামের জয় জয়কার

ভক্তদের কাঁদিয়ে ব্রাজিলের বিদায়

৭ জুলাই ২০১৮, শনিবার : রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এসে ব্রাজিলের  হেক্সা মিশনের স্বপ্ন ভঙ্গ হলো। বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে হেরে শেষ আটেই থেমে গেল ব্রাজিলের ষষ্ঠ বারের মত বিশ্বকাপ জয়ের স্বপ্ন। বেলজিয়ামের করা দুই গোলের একটি শোধ করলেও শেষ পর্যন্ত ২-১ গোলে হারে  ব্রাজিল। বদলি হিসেবে খেলতে নামা আগুস্তো সেলেসাওদের হয়ে গোলটি শোধ করেন।

প্রথমে আত্মঘাতী গোলে খেয়ে ব্রাজিল পিছিয়ে গেলেও বেলজিয়ামের হয়ে দ্বিতীয় গোলটি করেন ডি ব্রুইনা।  এর আগে নিজেদের জালে নিজেরাই বল জড়ায় ব্রাজিল। বেলজিয়ামের করা কর্ণার ফার্নান্দিনহো হেড দিয়ে ক্লিন করতে গেলে বল জড়ায় ব্রাজিলের জালে।

অথচ ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ব্রাজিল। বারবার বল নিয়ে  নেইমার-কৌতিনহোরা হানা দিচ্ছিলেন বেলজিয়াম গোল পোস্টের সামনে। কিন্ত ১৩ মিনিটের মাথায় ভুলে গোল খেয়ে বসে ব্রাজিল।

ম্যাচের ৩১ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি হজম করে সেলেসাওরা। লুকাকুর সহায়তায় অসাধারণ শটে ব্রাজিলের জালে বল জড়ান ডি ব্রুইনা।
রাশিয়া বিশ্বকাপে ফাইনালের আগে ‘ফাইনাল’ উপভোগ করছে বিশ্ববাসী। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি ফিফা র্যাংরকিংয়ের ২ ও ৩ নম্বর দল। র্যাং কিংয়ে ব্রাজিলের অবস্থান ২ ও বেলজিয়ামের অবস্থান ৩ নম্বরে।

কাজান অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হয়। কোয়ার্টারে ব্রাজিল মেক্সিকোকে সহজে হারিয়ে আসলেও বেলজিয়াম জাপানের বিপক্ষে শেষ মুহুর্তের গোলে জয় নিয়ে আসে। মুখোমুখি দেখায় অবশ্য এগিয়ে ছিল ব্রাজিল। মোট  আজ ম্যাচের আগে চারবারের দেখায় তিনটিতে জয় পায় সেলেসাওরা। বেলজিয়াম পায় মাত্র ১টিতে জয়।

অন্যদিকে বিশ্বকাপের অতীত রেকর্ড ব্রাজিলের হয়ে কথা বললেও আজ কোনো কাজে আসেনি। তবে রাশিয়া বিশ্বকাপে ফেভারিট বা অতীত রেকর্ড কোনো কিছুই কাজ করছেনা। এর প্রমাণ হল আরেকবার। ব্রাজিল দলে হলুদ কার্ডের কারণে আজ ক্যাসিমেরো দলে ছিলেন না। তার জায়গায় খেলেছেন ফার্নান্দিনহো। এ ছাড়া ইনজুরি থেকে ফিরে কেলেছেন মার্সেলো।