মির্জা ফখরুল ইউনাইটেড হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৮

মির্জা ফখরুল ইউনাইটেড হাসপাতালে ভর্তি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হাসপাতালে ভর্তি হন তিনি। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

পরে সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গতকাল বিএনপি মহাসচিবের চাচা ব্যাংককে মারা যান। তার লাশ এয়ারপোর্টে আসলে সেখানে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান মির্জা ফখরুল। সকাল আটটায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে হৃদরোগ বিষেশজ্ঞ মনিরুজ্জামানের তত্ত্বাবধানে আছেন।

দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন রিজভী।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে থেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তিনি কয়েকবার বিদেশে চিকিৎসা করিয়েছেন। সর্বশেষ গত ২ এপ্রিল বিএনপির মহাসচিব অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুই দিন চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।