‘যদি দেশের আইএস প্রধানের চেহারাটা দেখতে পেতাম’

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৬

দেশে কোনো আইএস নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে বেড়াচ্ছি। কিন্তু কোথাও আইএসের কোনো কাঠামো খুঁজে পেলাম না। যদি এ দেশের আইএস প্রধানের চেহারা কেমন তা একটু দেখতে পেতাম।

শুক্রবার রাজধানীর সরকারি বাংলা কলেজ মাঠে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আইএস বলে কিছু নেই। দেশের জঙ্গিরাই একেক সময় একেক নামে নাশকতা চালানোর চেষ্টা করে। কখনও হুজি, কখনও জেএমবি, কখনও বা তারাই আনসারুল্লাহ বাংলা টিম। এখন আবার নতুন নাম নিয়েছে আইএস।’ সারাদেশে দেড়’শ মতো যুবক নিখোঁজ হয়ে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে বলেও এসময় জানান মন্ত্রী।

আইএস আমাদের দেশে হবে কেন প্রশ্ন রেখে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মুসলিম প্রধান দেশ। আমাদের প্রধানমন্ত্রী সকালে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করে কাজে বের হন। আমরা জঙ্গিবাদের সঙ্গে অনেককে চিহ্নিত করেছি। কারা মদদ দেয়, কারা অর্থ দেয় তা বের করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে পুলিশ বাহিনী কাজ করছে।’

সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আঘাত করবেন আর বেহেশতে যাবেন এটা হয় নাকি, মানুষ হত্যা করে কেউ বেহেশতে যেতে পারে না। জঙ্গিবাদ কোণঠাসা হয়ে পড়েছে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। ইনশাল্লাহ।’

কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে জীবিত গ্রেপ্তার হওয়া একমাত্র জঙ্গি হাসান পুলিশকে অনেক তথ্য দিয়েছে জানিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘হাসানের কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে পুলিশ কাজ করছে। এছাড়া গোয়েন্দা বাহিনীও আরো তথ্য পেয়েছে, তা নিয়েও কাজ চলছে।’

এসময় পুলিশকে আরো আধুনিক করা হবে বলেও জানান তিনি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট