আমরা কি জঙ্গিদের আদর করবো : আইজিপি

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৬

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে পুলিশের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। জঙ্গিরা এনকাউন্টারে মারা কেনও গেলো। এই প্রশ্ন করেছেন অনেকে। আমার কি জঙ্গিদের আদর করবো, চুমু দিয়ে বাড়িতে নিয়ে যাবো?’

শুক্রবার বিকেলে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

আইজিপি কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের ঘটনা উল্লেখ করে বলেন, যখন ওই এলাকায় পুলিশ ব্লক রেড দিচ্ছিল তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা সাড়ে চার ঘণ্টা বিভিন্ন স্লোগান দিয়েছিল। পুলিশরা কাফের, মুর্তাদ, জাহান্নামে যাবে এসব বলেছিল তারা।

তিনি বলেন, ওই সময় পুলিশ ভেতরে গেলে জঙ্গিরা গ্রেনেড চার্জ করতো। পুলিশ সময় নিয়ে সেখানে অপারেশন চালিয়েছে। জঙ্গিরা কখনোই আত্মসমর্পণের আগ্রহ দেখায়নি। জঙ্গিরা মরতে চেয়েছিল। হুরের কাছে যেতে চেয়েছিল।

বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া জঙ্গিদের বিষয়ে শহীদুল হক বলেন, বেশিরভাগ জঙ্গি ধরা পড়লে বাঁচতে চায় না। তারা জান্নাতে যেতে চায়।

পুলিশের কাজ নিয়ে তোলা বিভিন্ন প্রশ্নের ব্যাপারে তিনি বলেন, ‘যারা পুলিশের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছেন তারা জঙ্গিবাদকে মদদ দিচ্ছেন। তারা এধরনের কাজ করে সরকারকে বিপাকে ফেলতে চাইছেন। তারা বুঝতে চান না দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তারা যদি কখনো সরকারে আসেন তাহলে জঙ্গিবাদের বিষয়টি তো বুমেরাং হবে। জঙ্গি নিয়ে রাজনীতি করবেন না। পুলিশের কাজ নিয়ে ভনিতা করবেন না।’

‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নাগরিক ঐক্য’ শিরোনামে সমাবেশে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট