১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৮
আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে আজ শুক্রবার (১৫ জুন) চাঁদপুরের ৪০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। হাজীগঞ্জের সাদ্রা দরবার সরীফে সকাল সাড়ে ৯টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এখানে ঈদের নামাজে ইমামতি করেন সাদ্রা দরবার সরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী। এসময় শত শত মুসল্লি ঈদের জামাতে অংশ নেয়। এরপর ক্রমান্বয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া চাঁদপুরের বদরপুর এলাকায় ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ আবু হানিফ। ঈদকে ঘিরে এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
চাঁদপুরে ৪০টি গ্রামে সাদ্রা দরবার শরীফের অনুসারীরা আগাম ঈদ পালন করেন। গত ৮৮ বছর ধরেই আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে সাদ্রাসহ ৪০টি গ্রামে ঈদ উদযাপিত হয়ে আসছে।
সাদ্রা ছাড়াও একদিন আগে ঈদ উদযাপন করা গ্রামগুলো হচ্ছে- হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম। এছাড়াও চাঁদপুরের পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা ও শরীয়তপুর জেলার কয়েকটি স্থানে মাওলানা ইছহাক খানের অনুসারীরা একদিন আগে ঈদ উদযাপন করেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D