বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন ও ডি লিট অর্জনে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে আ,লীগ

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, মে ৩১, ২০১৮

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন ও ডি লিট অর্জনে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে আ,লীগ

উন্নয়নশীল দেশে উত্তরণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন ও ভারতে ডি লিট অর্জন ও অস্ট্রেলয়ি সম্মাননা অর্জন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৭ জুলাই গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করা হয় দলটির পক্ষ থেকে।

এর আগে ভারতের পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ‘ডি লিট’ প্রদান করে।

গত ২৬ মে আসানসোলে বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে ডিগ্রি তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের আচার্য ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

এ সময় মঞ্চে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।

আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, সমাবর্তন উৎসবের জন্য বিশ্ববিদ্যালয় চত্বরে এখন সাজ-সাজ রব। প্রশাসনিক ভবনে প্রতিটি কক্ষের খোলনলচে পাল্টেছিল।

প্রতিদিনই দফায়-দফায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও বাংলাদেশের নিরাপত্তা কর্মকর্তারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন।

সোমবারও কয়েক দফায় তারা পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে নানা পরামর্শও দেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী জানান, ২৬ মে বাংলাদেশ সরকারের বিশেষ চার্টার্ড বিমানে অণ্ডাল বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন প্রায় দেড়শ জনের একটি দল। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান উপাচার্য।

এর পর ভারতের ২ নম্বর জাতীয় সড়ক ধরে শেখ হাসিনার গাড়িবহর বেলা ১১টার দিকে আসানসোলের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান।

একই সময়ে অনুষ্ঠান মঞ্চে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতাও। আর আগের রাতে পৌঁছান রাজ্যপাল।

উল্লেখ্য, ১৯৯৯ সালের জানুয়ারিতে প্রথমবার আসানসোলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় তিনি চুরুলিয়ায় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মভিটা পরিদর্শন করেন।

তবে এবার প্রধানমন্ত্রীর চুরুলিয়ায় যাওয়ার পরিকল্পনা নেই বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নজরুল একাডেমির সাধারণ সম্পাদক কাজী রেজাউল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চুরুলিয়ায় নিয়ে যাওয়ার জন্য তারা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। তবে সময়ের অভাবে তা সম্ভব নয় বলে জানা গেছে।

উল্লেখ্য, এবার সমাবর্তনে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৪০ শিক্ষার্থীকে প্রশংসাপত্র ও বিভিন্ন বিষয়ে প্রথম বিভাগে প্রথম হওয়ার জন্য ১৯ জনকে স্বর্ণপদক দেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট