হাইকোর্টে ১৮ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, মে ৩০, ২০১৮

হাইকোর্টে ১৮ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৮ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শপথ গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য তাদের এ নিয়োগ কার্যকর করা হবে।

৩০ মে, বুধবার সন্ধ্যায় আইনমন্ত্রী আনিসুল হক বিষয়টি আরটিএনএনকে নিশ্চিত করেছেন।

বুধবার আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেক মো.জহিরুল হক স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ১৮ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক ২ বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ করেছেন।

নিয়োগ পাওয়া ১৮ বিচারপতি হলেন—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আবু আহমাদ জমাদার, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আব্দুল মবিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন শামীম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রিয়াজ উদ্দিন খান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খায়রুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ সোহেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. কে এম হাফিজুল আলম।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্টের জাজেজ লাউঞ্চে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ বাক্য পাঠ করাবেন। আইন মন্ত্রণালয় সংশিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নবনিযুক্ত অতিরিক্ত বিচারপতিদের মধ্যে রয়েছেন- ঢাকার জেলা ও দায়রা জজ কুদ্দুস জামান, আইন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা জজ আদালতের বিচারক কামরুল ইসলাম মোল্লা।

রাষ্ট্রপতির অনুমোদনের পর নবনিযুক্ত বিচারপতিদের তালিকা বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্টার কার্যালয়ে পাঠায় আইন মন্ত্রণালয়।

এর মধ্য দিয়ে দীর্ঘ তিন বছর পর উচ্চ আদালতে বিচারক নিয়োগ দেওয়া হলো।

প্রসঙ্গত, ১৮ জন নিয়োগের পর সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল ১০৪ জনে।