সিলেটে পুলিশের উপর হামলা : ছাত্রলীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬

২৩ আগস্ট ২০১৬, মঙ্গলবার : সিলেট নগরীর আম্বরখানায় পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় পুলিশের উপর হামলার অভিযোগে ৩৫ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দিবাগত রাতেই নগরীর এসআই শাহীন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নগরীর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুহেল আহমদ জানান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক মাসুদ কামাল সুফীসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তন্মধ্যে মাসুদ কামাল সুফীসহ ১০ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট