গাজীপুর সিটি নির্বাচন স্থগিত

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মে ৬, ২০১৮

গাজীপুর সিটি নির্বাচন স্থগিত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। আজ রোববার এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আগামী ১৫ই মে এ সিটিতে নির্বাচন হওয়ার কথা ছিলো।
গাজীপুর সিটির সীমানা নিয়ে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলামের রিট আবেদনের প্রেক্ষিতে সাভারের শিমুলিয়া এলাকার ছয়টি মৌজাকে নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রুলে আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার’সহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান বলেন, সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত করার বৈধতা চেয়ে চেয়ারম্যান আজাহারুল ইসলাম রিট করেন। রিটে বলা হয়, এসব এলাকা প্রশাসনিকভাবে ঢাকা জেলার অন্তর্ভুক্ত।