জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, নগরীতে যানজট

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬

নতুন আবাসিক হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা রায়সাহেব বাজার মোড় অবরোধ এবং টায়ারে আগুন জ্বালিয়ে পূর্ব ঘোষিত ধর্মঘট কর্মসূচি পালন করছে। ফলে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে।

এর আগে সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা।

জবি প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করছে তারা।

এদিকে অপ্রীতকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পুরান ঢাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

কোতয়ালী থানার ওসি আবুল হাসান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল নিমার্ণের জন্য নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের জায়গা বরাদ্দ দেওয়ার দাবিতে গত ২ আগস্ট থেকে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবারও ধর্মঘট হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

একই দাবিতে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে জবি শিক্ষার্থীদের পদযাত্রা পুলিশের বাধায় পন্ড হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল ছোঁড়ার পাশাপাশি জলকামান ব্যবহার করে পুলিশ। এতে শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে সড়ক অবরোধ করেন। এ সময় আশপাশের কয়েকটি সড়কে চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোয় দেখা দেয় তীব্র যানজট।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট