সিলেটে পুলিশী অভিযানে ১১ জুয়াড়ি গ্রেপ্তার

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৮

সিলেটে পুলিশী অভিযানে ১১ জুয়াড়ি গ্রেপ্তার

সিলেট নগরীর সুরমা মার্কেট থেকে তীর খেলার সরঞ্জামসহ ১১ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) বিভূতি ভূষণ ব্যানার্জীর নেতৃত্বে একদল পুলিশ সুরমা মার্কেটের ৩য় তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এসময় তীর খেলার সরঞ্জামসহ কিছু নগদ টাকা জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) বিভূতি ভূষণ ব্যানার্জী জানান, সুরমা মার্কেটের ৩য় তলায় ‘নজরুলের বউর আস্তানায়’ তীর খেলা চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।