রাজধানীর মিরপুরে কার্পেটের দোকানে আগুন

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০১৬

রাজধানীর মিরপুর ১০ নম্বরে আনোয়ার হাসপাতালের অন্যপাশের একটি কার্পেটের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার সকাল ৮.২০মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম আগুন লাগার বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।