মেডিকেল ভর্তি পরীক্ষা ৭ অক্টোবর

প্রকাশিত: ৩:২১ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০১৬

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে ৪ নভেম্বর।

রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এমবিবিএস ও ডেন্টাল ভর্তি সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৈঠক সূত্র বলছে, এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে সম্মিলিতভাবে ন্যূনতম জিপিএ-৯ থাকতে হবে।

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, মেডিকেল শিক্ষার মান বাড়ানোর জন্য সরকার সব সময় সচেষ্ট। এক্ষেত্রে সবাইকে একনিষ্ঠ ও স্বচ্ছভাবে কাজ করতে হবে।

বৈঠকে অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল শিক্ষা অনুষদের ডীন ডা. ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট