বসুন্ধরায় ফের আগুন

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৬

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে রাতের বেলা আবার আগুন লেগেছে।

রবিবার দিনভর আগুন জ্বলার পর রাত পৌনে ৯টার দিকে ‘মোটামুটি’ নিয়ন্ত্রণে আসে বলে জানানো হয়। পরে ১০টায় নতুন করে আগুন লাগে ওই ভবনে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১০টার দিকে ভবনের ছয়তলার পেছনের দিকে আগুন দেখা যায়। পরে ওই আগুন ছড়িয়ে পড়তেও দেখা যায়। তবে ওই সময় ফায়ার সার্ভিসের কর্মীরা ছিলেন না। কেননা আগুন নিয়ন্ত্রণে আছে জানিয়ে, কর্মীরা ওই এলাকা ত্যাগ করেন।

বেলা ১১টায় ওই ভবনে প্রথম আগুনের সূত্রপাত হয়। ছয় তলায় প্রথম আগুনের সূত্রপাত হয়। রাত ৮টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস থেকে জানানো হয় আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে।

ফায়ার সার্ভিসের পরিচালক মেজর এ কে এম শাকিল নেওয়াজ ওই তথ্য জানিয়েছিলেন।