সিলেটকে সবুজ-শ্যামল করার উদ্যোগ সিসিকের

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৬

সিলেট নগরীকে সবুজ-শ্যামল করার উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। এই জন্য নগরীর উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণের একটি প্রকল্প নিয়েছে সিসিক। কোথায় কোন ধরনের গাছ লাগানো যায়, এসব বিষয়ে মতামত দিতে নগরীর বৃক্ষপ্রেমী শিক্ষক মো. সামছুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, নগরের হুমায়ুন রশীদ চত্বর, নজরুল চত্বর, মুক্তিযোদ্ধা চত্বর, সোবহানীঘাট-উপশহর সড়ক বিভাজকসহ বিভিন্ন উন্মুক্ত ও ফাঁকা স্থানে ওই শিক্ষকের পরামর্শ অনুযায়ী বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ওই শিক্ষক স্থানগুলো পরিদর্শন করে সেখানে কোন প্রজাতির গাছ লাগানো যাবে, এ নিয়ে একটি প্রতিবেদন জমা দেবেন। এরপর সেসব স্থানে গাছের চারা রোপণ করা হবে।

শিক্ষক মো. সামছুল আলম বলেন, ‘সিটি করপোরেশন কর্তৃপক্ষের এমন বৃক্ষপ্রেম আমাকে মুগ্ধ করেছে। এই নগরটিকে সবুজ-শ্যামলময় করে তুলতে এ রকম বৃক্ষরোপণ কর্মসূচি একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। টানা কয়েক দিন পুরো নগর ঘুরে আমি উন্মুক্ত স্থানগুলো নির্ধারণ করে সেখানে বৃক্ষরোপণের সুপারিশ করব।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট