খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠান বাতিল

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৬

বন্যাদুর্গতদের দুর্দশা, গুলশান হামলাসহ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট তার জন্মদিনের অনুষ্ঠান বাতিল করেছেন।

অন‌্যবারের মতো এবার রাত ১২টার পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও চেয়ারপারসনের জন্মদিনের কেক কাটার কোনো কর্মসূচি নেই বলে দলের জ‌্যেষ্ঠ নেতাদের কয়েকজন জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন, উত্তরাঞ্চল-মধ্যাঞ্চলে ব্যাপক বন্যায় মানুষের দুর্দশা, সর্বত্র গুম-খুনে মানুষের লাশ আর লাশ, দলের নেতা-কর্মীদের ওপর গ্রেপ্তার-নিপীড়ন-নির্যাতনের সার্বিক অবস্থা বিবেচনা করেই ম্যাডামের জন্মদিনে এবার আমরা কেক কাটার অনুষ্ঠান করছি না।