আবদুল্লাহ গোটা জাতির গর্ব : ড.ইউনূস

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৬

ব্রাসেলস: নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস রিও অলিম্পিকের শ্যুটিং পার্কে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ের কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশি প্রতিযোগী আবদুল্লাহিল বাকীকে উৎসাহ দিতে গিয়েছিলেন।

৬০ শটের শুরুর দিকে আবদুল্লাহ’র পারফরমেন্স ছিল সেরাদের মধ্যে। সকল প্রতিযোগীর মধ্যে তার অবস্থান ছিল ৪র্থ। বাংলাদেশি সমর্থকরা আশাবাদী ছিল যে, আবদুল্লাহ সেরা আটে অর্থাৎ ফাইনাল রাউন্ডে পৌঁছাতে পারবে।

শেষ পর্যন্ত ফাইনাল রাউন্ডে যেতে না পারলেও আবদুল্লাহ শ্যুটিংয়ে নেতৃস্থানীয় অনেক দেশের প্রতিযোগীদের চেয়ে এগিয়ে ছিল। গোটা জাতি তার পারফরমেন্সের জন্য গর্ব করতে পারে বলে মন্তব্য করেন ড. ইউনূস।

কোয়ালিফাইং রাউন্ড শেষ হওয়ার পর পরই প্রফেসর ড. ইউনূস ও ডিওডোরো অলিম্পিক শুটিং পার্কে উপস্থিত অন্যান্য বাংলাদেশি সমর্থকরা আবদুল্লাহকে অভিনন্দন জানান।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট