প্রধানমন্ত্রী ‘ফোর লেন এক্সপ্রেস ওয়ে’ উদ্বোধন করবেন শনিবার

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৬

মুন্সিগঞ্জ: শনিবার দেশের প্রথম ‘ফোর লেন এক্সপ্রেস ওয়ে’ নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকালে এই এক্সপ্রেস ওয়ে নির্মাণ কাজের প্রস্তুতি পর্ব পরিদর্শনে গিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়ায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান । এ সময় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের প্রধান মেজর জেনারেল সিদ্দিকুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর হানিফ ফ্লাইওভার থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কের আনুষ্ঠানিক নির্মাণ শুরু হচ্ছে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ছয় হাজার কোটি টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ করবে সেনাবাহিনী। পদ্মা সেতু চালু হওয়ার আগেই এর নির্মাণ কাজ সম্পন্ন হবে। পদ্মা সেতু চালু হওয়ার পর যে পরিমাণ লোড পড়বে এবং সড়কের প্রয়োজন হবে সেটার অংশ হিসাবেই উন্নতমানের এই সড়ক নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে।

মন্ত্রী বলেন, এই এক্সপ্রেস ওয়ের পাশে ধীর গতির সার্ভিস লেনও থাকবে। এটি চালু হলে সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আর পদ্মা সেতু চালু হলে আর্থ সামাজিক অবস্থার এত উন্নতি হবে যে মানুষ গরিব থাকবে না।

এক্সপ্রেস ওয়ের কাজটি দ্রুত ও মানসম্মতভাবে করার লক্ষ্যেই সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। কারণ হিসাবে মন্ত্রী বলেন, সেনাবাহিনীর কাজ শুরু করতে বিলম্ব হয় না। কারণ তাদের টেন্ডার সংক্রান্ত জটিলতা নেই ।