শিক্ষার্থীদেরকে সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূণ : প্রফেসর আব্দুল বাকী

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০১৬

জালালাবাদ কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ 

সিলেট নগরীর সোবহানীঘাটস্থ জালালাবাদ কলেজে ২০১৬-১৭ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান গত ১৭ জুলাই রোববার কলেজ মিলনায়নে অনুষ্ঠিত হয়।
কলেজের ইংরেজি বিভাগের প্রধান ঈমান আলীর পরিচালনায় ও অধক্ষের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসর আব্দুল বাকী চৌধুরী। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন এস.এম আশিকুর রহমান। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সায়েম আহমদ চৌধুরী, আহমেদ ফারহানা খানম, আয়েশা বেগম, কো-অর্ডিনেটর মুহাম্মদ আব্দুশ শাকুর। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির ছাত্রী তাহিয়া বেগম, ছাত্র আবু আলা মওদুদী রাফি, একাদশ শ্রেণির ছাত্র আবু সাঈদ, ছাত্রী তানজিলা তারান্নুম। উপস্থিত ছিলেন প্রভাষক ফকরুল হোসাইন, তাহমিনা সালমা, ফাহিমা সুলতানা, তাহমিনা পারভীন, আবু রায়হান, ফেরদৌস খানম, আয়েশা আক্তার, নাহিদা বেগম, মোঃ ফখরুল হোসেন, শামীমা ইয়াসমিন, আনজুমানারা আক্তার, মোঃ আব্দুল লতিফ, এবাদুর রহমান, আনিছুর রহমান, জান্নাতুল ফেরদৌস ও হারুন মিয়া প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী হাবিবুন নূর চৌধুরী। নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয় দ্বাদশ শ্রেণীর ছাত্রী আমিনা বেগম।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল বাকী চৌধুরী বলেছেন, সুশিক্ষায় শিক্ষিত হতে হলে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। শিক্ষার্থীদেরকে সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে অভিভাবকদের ভ‚মিকা গুরুত্বপূর্ণ। শিক্ষকদের দেয়া শিক্ষা অর্জন করে শিক্ষার্থীরা দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট