২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০১৭
২৬ আগস্ট ২০১৭, শনিবার : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিএনপিকে সুসংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের ভূমিকা অপরিসীম। দলকে আরও শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি সফল করতে হবে। এই কর্মসূচিতে দলের নেতাকর্মীরা যেকোনো সময়ের চেয়ে বেশী উজ্জীবিত হয়েছে। তাই আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনতে জনগণকে সংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি গত ২৫ আগস্ট শুক্রবার রাতে খাদিমপাড়ার সূচনা কমিউনিটি সেন্টারে সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আফরোজ মিয়ার (সাবেক চেয়ারম্যান) সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বদরুল ইসলাম আজাদ মেম্বারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আবুল কাহের চৌধুরী শামীম বলেন, নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দল শক্তিশালী হবে, মজবুত হবে সাংগঠনিক ভিত্তি।
তিনি বলেন দলকে আরো শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুনদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে বিএনপি। সদস্য সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে তৃণমূলের রাজনীতি সক্রিয় করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিনিয়র সহ-সভাপতি সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরী, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সহ-সভাপতি শাহজামাল নুরুল হুদা, জেলা বিএনপির উপদেষ্টা আহমেদুর রহমান চৌধুরী মিলু, মাজহারুল ইসলাম ডালিম, শহীদ আহমদ চেয়ারম্যান, সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল, সহ-দফতর সম্পাদক সম্পাদক আব্দুল মালেক, সহ-ক্রীড়া সম্পাদক আব্দুল ওয়াহিদ সোহেল, সহ-পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আইয়ুব আলী সজিব, সহ-সাংস্কৃতিক সম্পাদক আক্তার আহমদ, যুবদল নেতা নেওয়াজ বক্ত তারেক, ইজ্জাদ আহমদ, জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাইদুর রহমান সাইদ, ইসলাম উদ্দিন মেম্বার, দেওয়ান সামছুল ইসলাম, জসিম উদ্দিন, ফরিদ উদ্দিন, শহীদুল ইসলাম কাদির, গৌছ উদ্দিন পাখি, ফয়জুর রহমান ফয়জু, কামাল আহমদ, কামাল উদ্দিন, সাইফুল ইসলাম সাইফুল, আব্দুর রকিব মোস্তাক, খায়ের আহমদ, খসরুজ্জামান খসরু, এনামুল হক পাভেল, আব্দুল মালেক, গিয়াস উদ্দিন, মাছুদ আলী মাছুম, ডাঃ লুৎফুর রহমান, গিয়াস উদ্দিন খান, মকবুল আলী, আব্দুল মুতলিব, মাছুম আহমদ লস্কর, ছইদুর রহমান এনাম, মছব্বির আলী মেম্বার, মুহিবুল ইসলাম মুহিব, হুসেন আহমদ দুলাল, জসিম উদ্দিন, নুরুল ইসলাম রুমন, কালাম আহমদ, শাহাবুদ্দীন আহমদ, শোয়েব আহমদ, ফজলুর রহমান, সুলেমান আহমদ, রফিক উদ্দিন, তখন আহমদ, রফিক দেওয়ান, শাহ আলম, আলম আহমদ, আতাউর রহমান রফিক, মুক্তার আলী শুভ, মুস্তফা মিয়া, শহীদ আহমদ, মুশাহিদ আলী রাজু, আলী আকবর খান, সিদ্দেক আলী, জাহাঙ্গীর হোসেন, আলাউদ্দিন মনাই, সাজ্জাদ হোসেন আকরাম, উজ্জল হোসেন, রাখু চক্রবর্তী, শাহজাহান, হাসিম রাজা, পারভেজ আহমদ, কবির উদ্দিন, সুহেল মাহমুদ, দেওয়ান রেদওয়ান আহমদ, দেলোয়ার হোসেন নাদিম, আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি, আশরাফুল আলম আহাদ, সৈয়দ কামরুল, বাধন দাশ, এম সোহেল, জাহিদ, রশিদুল হাসান খালেদ, বেলায়েত হুসেন, আবু হানিফ, মির্জা জাহেদ, বেলাল আহমদ, জাহেদ আহমদ, দুলাল আহমদ, বুলবুল প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুআরান থেকে তেলাওয়াত করেন আবুল খয়ের।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D