সোবহানীঘাটে হামলার ১২ দিন পর শিবির নেতাকে কুপালো ছাত্রলীগ

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৭

সোবহানীঘাটে হামলার ১২ দিন পর শিবির নেতাকে কুপালো ছাত্রলীগ

সিলেট নগরীর সোবহানীঘাটে ছাত্রলীগের দুইকর্মীকে কুপিয়ে আহত করার ঘটনার প্রতিশোধ নিল ছাত্রলীগ। এরই অংশ হিসেবে ছাত্রলীগ নেতাকর্মীরা নগরীর তালতলায় ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে কুপিয়েছে করেছে।

শনিবার (১৯ আগস্ট) তালতলার বৃটানিয়া ওমেন্স কলেজের গেইটের সামনে শিবির নেতা আসাদ চৌধুরীর উপর হামলা চালিয়ে কুপিয়েছে ছাত্রলীগ।

সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিকের নেতৃত্বে এ হামলা করা হয় বলে জানা গেছে। আসাদ বৃটানিয়া ওমেন্স কলেজেরও শিক্ষক।

গত ৭ আগস্ট সিলেট নগরীর সোবহানীঘাটে ছাত্রলীগের দুইকর্মীকে কুপিয়ে আহত করেছে দৃর্বৃত্তরা। হামলাকারীরা ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত কলে দাবি করেছে ছাত্রলীগ। ওই হামলার জের ধরে আসাদের উপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ছাত্রলীগ।

হামলার কথা স্বীকার করে সজল দাস অনিক বলেন, দীর্ঘদিন ধরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে অসত্য প্রচারণা চালাচ্ছিলেন।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাছিত রুম্মান বলেন, ছাত্রলীগ শাহিন-আসিফের উপর হামলা, সেটা নিয়ে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা তথ্য ছড়ানো এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার কারণে শিবির নেতা আসাদের উপর হামলা করেছে ছাত্রলীগ।

বৃটানিকা কলেজের অধ্যক্ষ জি কিউ এম আলমগীর বলেন, প্রায় ২ বছর থেকে এই প্রতিষ্ঠানে যুক্তিবিদ্যায় শিক্ষকতা করে আসছেন আসাদ। ঠিক কি কারণে তার উপর হামলা হয়েছে, তা তিনি জানেন না। হামলার পর থেকে কলেজ ক্যাম্পাসে আতংক বিরাজ করছে বলেও জানান তিনি। এ ব্যাপারে কলেজ থেকে পুলিশের সাথে যোগাযোগ করেছেন অধ্যক্ষ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, তালতলায় একজনকে মারধরের খবর শুনেছিলাম। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কিছু পাইনি। হাসপাতালেও আহত হয়ে কেউ ভর্তি হওয়ার খবর নেই।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট