২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৭
সিলেট রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে সংগঠনের সাধারণ সভায় সালাম মশরুরকে (জনকন্ঠ) সভাপতি ও আবদুল মুকিতকে (শ্যামল সিলেট) সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি তাপস দাস পুরকায়স্থ (উত্তরপূর্ব) ও আ.ফ.ম সাঈদ (সবুজ সিলেট), যুগ্ম সম্পাদক অপূর্ব শর্মা (যুগভেরী), সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন (বাংলানিউজ), সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ বাবলু (সমকাল), কোষাধ্যক্ষ মনোয়ার জাহান চৌধুরী (মানবকন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মহসীন (ইউএনবি), প্রশিক্ষণ সম্পাদক দিপু সিদ্দিকী (সকালের খবর ও সিলেটের মানচিত্র), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুয়েব বাসিত (কাজিরবাজার), দফতর সম্পাদক আজমল খান (যুগান্তর), ক্রীড়া সম্পাদক মুহিবুর রহমান (জালালাবাদ), সাংস্কৃতি সম্পাদক সৈয়দ সাইমূম আনজুম ইভান (সিলেট বানী ও বাংলাদেশ বেতার)। এছাড়া সদস্য হলেন- সিরাজুল ইসলাম (ঢাকাট্রিবিউন ও দৈনিক সিলেটের ডাক), আমিনুল ইসলাম রুকন (শুভ প্রতিদিন) ও মিন্টু দেশোয়ারা (ডেইলি স্টার)।
এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সালাম মশরুর। সভায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা এবং নতুন সদস্য সংগ্রহের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D