ফেঞ্চুগঞ্জে নৌকা ডুবিতে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৭

ফেঞ্চুগঞ্জে নৌকা ডুবিতে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু

নিজাম ইউ জায়গীরদার : সিলেটের ফেঞ্চুগঞ্জে নৌকা ডুবিতে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই তরুনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহতরা হলেন- নুরপুর গ্রামের জুম্মা টিলার লতিফ মাস্টারের ছেলে জাকারিয়া আহমেদ শিহান (২৭) ও সিলেট নগরীর দর্শন দেউড়ীর আব্দুল মতিনের ছেলে ওহিদ মতিন রিয়াদ (২৬)। তারা সম্পর্কে খালাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়- মঙ্গলবার রাত ১০টার দিকে পাশের গাড়ুলিবিলে খাবারসহ পিকনিকে বের হন ফেঞ্চুগঞ্জ উপজেলার কাশেম আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও নুরপুরের বাসিন্দা আব্দুল লতিফের পুত্র জাকারিয়া আহমদ শিহান ও তার খালাতো ভাই সিলেট নগরীর দর্শন দেউড়ীর আব্দুল মতিনের পুত্র প্রবাসী ওহিদ মতিন রিয়াদ’সহ কয়েকজন। কিন্তু হঠাৎ করে তীব্র বাতাস শুরু হলে নৌকাটি ডুবে যায়। অন্যরা তীরে ফিরে আসলেও তলিয়ে যান শিহান ও মতিন। রাত ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতের প্রতিবেশী জুবেল আহমেদ জানান, মঙ্গলবার রাত ১০টায় তারা কয়েক জন স্থানীয় গাডুলি বিলে নৌকা চড়তে যান। এসময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। এসময় শিহানের বড় ভাই শিহাব আহমেদ ও আরো দুই জন তীরে উঠে আসলেও ডুবে যান শাহান ও রিয়াদ। তাদের চিৎকারে আশপাশ লোকজন ছুটে এসে বিলের পানিতে নেমে খুঁজলেও তাদের পাননি।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসলেও তাদের নিজস্ব ডুবুরী নেই বলে জানান। এ অবস্থায় গ্রামের কয়েক জন বাশ (লগি) নিয়ে বিলে নামেন। ঘন্টা খানিক খোজার পর রাত ১২টার দিকে মরদেহ দুইটি উদ্ধার হয়। এ মর্মান্তিক খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট