রাজবাড়ীতে ট্রলার ডুবি, ৫ জনের লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে। নিখোঁজ রয়েছে আরো এক শিশু।

শনিবার সকাল ৭টার দিকে হরিণবাড়ি বাজার সংলগ্ন সেতুর ২ কিলোমিটার দূর থেকে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, যে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে চারজন হলেন- চররামনগরের হালিমা বেগম (৪০), তার মেয়ে ফরিদা আক্তার (১৮), সাদারচরের বেগম (৩৫) ও আলোকবাড়িয়া এলাকার রাজু (৫)। তাদের বাড়ি কালুখালী এলাকায়।

শুক্রবার সন্ধ্যায় আনুমানিক ২০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার উপজেলার হরিণবাড়ি থেকে সাদারচর যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কালুখালীতে পদ্মার প্রবল স্রোতের মধ্যে হরিণবাড়ি বাজার সংলগ্ন একটি সেতুর নিচে ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরিয়ে উঠে আসলেও ছয়জন তলিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিয়ার রহমান জানান, ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরেক শিশুর লাশ উদ্ধারের চেষ্টা চলছে।