সিলেট জেলা বিএনপির “ঈদ শুভেচ্ছা”

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৭

সিলেট জেলা বিএনপির “ঈদ শুভেচ্ছা”

২৫ জুন ২০১৭, রবিবার ।। মুসলিম মিল্লাতের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনতাকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
শনিবার এক শুভেচ্ছা বার্তায় সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর সমাগত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা এবং আত্মশুদ্ধির পর উৎসবের মহতা দ্বারপ্রান্তে। ঈদ ভ্রাতৃত্ব, ঐক্যতা, অহিংসা যেমন আনয়ন করে অনুরূপ দ্বন্দ বিরোধ, বিভেদ, সংকীর্নতা, সহিংসতা, অনৈক্য, প্রতিহিংসা, দুরীকরন করে থাকে।
ঈদ আমাদের কেবল আনন্দ, উৎসব এবং উচ্ছ্বাসের ফুলঝুরিকে সম্মুখ পানে আনয়ন করে না। ঈদ ধনী, দরিদ্র উঁচু, নিচু, বর্ণ গোত্র বংশ সব শ্রেণীর এবং পেশার মানুষদেরকে এক মানসিকতা, অনুভূতিতে, আবেগে, বিশ্বাসে উচ্ছাসিত করে থাকে। কেবল নিজের জন্য প্রাপ্তি নয়, আনন্দ উচ্ছাস, উৎসব শুধুমাত্র একক ভাবে নয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে সর্বস্তরের জনতার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। -ঈদ মোবারক

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট