তারাপুর চা বাগানে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রসঙ্গে অর্থমন্ত্রীর বাসভবনে বৈঠক

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০১৬

সিলেটের তারাপুর চা বাগানের ভেতর মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান জনস্বার্থে রক্ষার জন্য কি ব্যবস্থা নেয়া যায়, এ বিষয়ে ঢাকাস্থ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডা. এম এ জলিল, ভাইস প্রিন্সিপাল ডা. জাবেদ, স্থানীয় কাউন্সিল ইলিয়াছুর রহমান ইলিয়াছ প্রমুখ।

কাউন্সিল ইলিয়াছুর রহমান ইলিয়াছ উত্তরপূর্বকে জানান- মহামান্য সুপ্রিমকোর্টের রায়ের নির্দেশনা অনুসারে এ প্রতিষ্ঠানগুলির বিষয়ে অর্থমন্ত্রী এটর্নি জেনারেল ও আইনমন্ত্রীসহ আইনজ্ঞদের সাথে পরামর্শ করবেন। অর্থমন্ত্রী সিলেটের জেলা প্রশাসকের সাথেও এ বিষয়ে কথা বলেন বলে কাউন্সিলর জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট