হকৃবিতে সার্ক এগ্রিকালচার সেন্টার বুক কর্ণার উদ্বোধন

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫

হকৃবিতে সার্ক এগ্রিকালচার সেন্টার বুক কর্ণার উদ্বোধন

Manual3 Ad Code

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সার্ক এগ্রিকালচার সেন্টার বুক কর্ণারের উদ্বোধন করা হয়েছে।

Manual2 Ad Code

রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে বুক কর্ণারের উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ।

এসময় উপস্থিত ছিলেন সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মোঃ হারুনূর রশীদ, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মোঃ ইউনুস আলী, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. সিকান্দর খান তানভীর, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (এনআরএম) ড. রাজা উল্লাহ খান, সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ আবুল বাশার, আইটি ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম আসিফ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান (চলতি দায়িত্ব) ইফতেখার আহমেদ ফাগুন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

Manual8 Ad Code

সার্ক এগ্রিকালচার সেন্টার থেকে প্রকাশিত কৃষি বিষয়ক বিভিন্ন বই হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে হস্তান্তর করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিশ্বমানের কৃষি জ্ঞান ও গবেষণার সুযোগ বৃদ্ধি করতে সার্ক এগ্রিকালচার সেন্টার বুক কর্ণার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে কৃষিক্ষেত্রে উদ্ভাবন, প্রযুক্তি এবং আধুনিক জ্ঞান বিনিময়ের যে সম্ভাবনা সৃষ্টি হয়—এই বুক কর্ণার সেই পথকে আরও সুদৃঢ় করবে। আমরা বিশ্বাস করি, সার্কভুক্ত দেশগুলোর কৃষিবিষয়ক প্রকাশনা, গবেষণা প্রতিবেদন এবং নীতি-নির্ধারণমূলক বইসমূহ শিক্ষার্থী, গবেষক এবং শিক্ষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে’।

Manual5 Ad Code

সার্ক এগ্রিকালচার সেন্টারের কার্যক্রম নিয়ে উপস্থাপনা করেন পরিচালক ড. মোঃ হারুনূর রশীদ।

উদ্বোধনী অনুষ্ঠানে শীঘ্রই সার্ক এগ্রিকালচার সেন্টার ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারষ্পরিক সমঝোতা চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়।

Manual3 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code