১৭ ডিসেম্বর হচ্ছে না শাকসু নির্বাচন, শিগগিরই পুনঃতফসিল

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫

১৭ ডিসেম্বর হচ্ছে না শাকসু নির্বাচন, শিগগিরই পুনঃতফসিল

Manual7 Ad Code

শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ ১৭ ডিসেম্বর থেকে পরিবর্তন করা হয়েছে।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আগামী ২০ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। দুই একদিনের মধ্যে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম।

Manual6 Ad Code

রোববার (২৩ নভেম্বর) সকাল ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের শাকসু বিষয়ক উম্মুক্ত আলোচনা সভায় বিষয়টি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবন-১ এর ৪র্থ তলার সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, নির্বাচন সাংস্কৃতিক, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও নির্বাচন কমিশনারবৃন্দদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা সভার আয়োজন করে।

Manual6 Ad Code

সভায় উপস্থিত সকলের সর্বসম্মত প্রস্তাব ও সুপারিশ অনুযায়ী সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতকল্পে আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

Manual7 Ad Code

নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী ১৭ ডিসেম্বর ভোট হলে নির্বাচন ‘অংশগ্রহণমূলক’ না-ও হতে পারে-এ কারণ দেখিয়ে শিক্ষার্থীরা চারটি স্মারকলিপি জমা দেয়। এতে শিক্ষার্থীরা শীতের ছুটির পরে জানুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি জানায়।

Manual2 Ad Code

ছাত্রশিবিরসহ সমমনাদের কয়েকটি সংগঠন ও প্ল্যাটফর্মের শিক্ষার্থীরা আগামী ১০ ডিসেম্বর নির্বাচনের দাবিতে আন্দোলন করেছিল। আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছেন বলে জানা গেছে। তবে জানুয়ারিতে নির্বাচন করার দাবি আগে থেকেই জানিয়ে আসছে ছাত্রদল।

গত দুই দিন ধরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের গ্রুপগুলোতে ১৭ ডিসেম্বর নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের বেশ কিছু পোস্ট দেখা গেছে। তারা শীতের ছুটির আগমুহূর্তে নির্বাচন চান না।

বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে দেখা যায়, ডিসেম্বরের মাঝামাঝি থেকেই ধারাবাহিক ছুটি চলছে। ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, এরপর আবার সাপ্তাহিক ছুটি। এই ধারাবাহিক ছুটির মধ্যে মাত্র তিন দিন-১১, ১৫ ও ১৭ ডিসেম্বর ক্যাম্পাস খোলা। ২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শীতের ছুটি থাকবে।

এর মাঝে ১৭ ডিসেম্বর ভোটের তারিখ পড়ায় ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। ১৪ নভেম্বর শীতের ছুটি পেছানোর বিজ্ঞপ্তি প্রকাশ করলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেটি প্রত্যাহার করে কর্তৃপক্ষ।

এর আগে ১৪ নভেম্বর রাতের সংবাদ সম্মেলনে ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন শাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। ১৬ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আবুল মুকিত মাহমুদ মোকাদ্দেছ নির্বাচনের তফসিল প্রকাশ করেছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code