হবিগঞ্জে জমি বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫

হবিগঞ্জে জমি বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

Manual6 Ad Code

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষিজমি নিয়ে বিরোধের জেরে মাহফুজ মিয়া (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২২ নভেম্বর) গভীর রাতে হামলার শিকার হওয়ার পর রবিবার ভোরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual3 Ad Code

নিহত মাহফুজ পৈলারকান্দি ইউনিয়নের একই গ্রামের লিবাজ মিয়ার ছেলে।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৈলারকান্দি গ্রামের হাওরে জমিতে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে মাহফুজ মিয়া ও একই গ্রামের মারুফ মিয়া, ইয়াহিয়া মিয়াসহ কয়েকজনের মধ্যে বিরোধ চলছিল। শনিবার দিবাগত গভীর রাতে বসন্তপুর–পৈলারকান্দি সড়কের ড্রেন কালভার্টের সামনে মাহফুজকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Manual6 Ad Code

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, ‘কৃষিজমিতে বাঁধ দেওয়া নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Manual3 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code