১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫
সংযুক্ত আরব-আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইন বলেছেন, একসময় আমাকে ‘জঙ্গি অর্থদাতা’ বলে আখ্যা দেওয়া হয়েছিল কিন্তু এই ধরনের অভিযোগ ও অপবাদের সাথে আমার নূন্যতম সংশ্লিষ্টতা নেই। এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি অপচার, যার লক্ষ্য ছিল আমাকে সমাজ ও রাজনীতি থেকে সরিয়ে দেওয়া।
সোমবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টায় নগরীর একটি রেঁস্তোরায় সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমনটি বলেন।
মতবিনিময় সভায় দেশের রাজনীতিতে তাঁর ভ‚মিকা ও প্রবাসী কার্যক্রম সম্পর্কে কথা বলেন তিনি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া গ্রামের বাসিন্দা জাকির হোসাইন জাকির হোসাইন অভিযোগ করেন, ২০১৮ সালে শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল ও অপপ্রচারের মাধ্যমে ‘জঙ্গী অর্থদাতা’ হিসেবে প্রচার চালিয়েছেন। একই সঙ্গে তার পাসপোর্ট নবায়ন বাধাগ্রস্ত করা হয়েছে এবং দেশে তাঁর পরিবারের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হয়েছে।
তিনি বলেন, ‘আমি ছাত্রদলের মাধ্যমে রাজনীতি শুরু করি এবং প্রবাসে থাকলেও জাতীয়তাবাদী দলের জন্য কাজ করি। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের স্বার্থে স্থানীয় মানুষদের ঐক্যবদ্ধ করেছি এবং জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি। দেশে ফিরে জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষের উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা হাতে নিয়েছি।’
তিনি দাবি করেন, শেখ হাসিনার পতনের জন্য প্রবাসী ভাই-বোনদের সংযুক্ত করা ও মধ্যেপ্রাচ্যে দেশের মানুষের কাছে শেখ হাসিনার নির্যাতনের কথা তুলে ধরা ছিলো তাঁর প্রধান কাজ।
সংবাদ সম্মেলনে জাকির বলেন, ২০১৮ সালে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিভিন্ন বক্তব্যে আমার বিরুদ্ধে অভিযোগ তোলেন আমি নাকি মধ্যপ্রাচ্য থেকে সরকারের পতনের উদ্দেশ্যে প্রায় ২ হাজার কোটি টাকা পাঠিয়েছি এবং ২০১৮ সালে আরব আমিরাত সরকারী সফরে গিয়ে আমাকে দেশে ফিরেয়ে নিয়ে আনার জন্য আমিরাত সরকারকে প্রস্তাব দেন। কিন্তু আরব আমিরাত সরকার অভিযোগের কোন সত্যতা না পেয়ে হাসিনার এমন ভিত্তিহিন প্রস্তাবকে নাকোচ করে দেয়।
জাকির বলেন, তখন আমাকে দেশে ফেরার পথে বাধা দেওয়া হয়, এমনকি সামাজিকভাবে আমাকে হেয় করা হয়, সেসময় আমার পরিবার ও স্বজনরা চরম নির্যাতনের শিকার হন। কিন্তু হাসিনার এ অভিযোগ ছিল মিথ্যা এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
জুলাই আন্দোলনেও তাঁর সম্পৃক্তা ছিলো জানিয়ে জাকির বলেন, বাংলাদেশে জুলাই আন্দোলন শুরু হয় তখন আন্দোলনের সাথে একাত্মতা ঘোষনা করে আমিরাতে ১৩টি মিছিল অনুষ্টিত হয় যার ফলোশ্রুতিতে ২৪ ঘন্টার ব্যাবধানে প্রায় ৬ শতাধিক মিছিলকারীকে গ্রেপ্তার করে আরব আমিরাতের পুলিশ। প্রথমে ২ শতাধিক বন্দিকে যাবাজ্জিবন সহ বিভিন্ন মেয়াদে সাজা প্রধান করে আমিরাত সরকার।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সিলেটের জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা খনিজ সম্পদে ভরপূর। ইতোমধ্যে জকিগঞ্জে একটি গ্যাসের কুপের কাজ চলছে। আমি ইতোমধ্যে, মধ্যপ্রাচ্যের অন্যতম পেট্রোলিয়াম কোম্পানি জনাবী গ্রæপের সাথে একটি প্রাথমিক চুক্তি সই করেছি যেখানে বলা আছে দেশে গণতান্ত্রিক সরকার গঠন হলে জনাবী গ্রুপ বাংলাদেশে তেল গ্যাস আহরণে বড় বিনিয়োগ করবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে জকিগঞ্জ কাস্টম ঘাটকে স্থলবন্দর রূপান্তরিত করা এবং লোভাছড়াকে পর্যটন সমৃদ্ধ করে গড়ে তোলা হবে। এ ছাড়া, পাথর উত্তোলন বৈজ্ঞানিক ও পরিবেশবান্ধবভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সিলেটে আবারও ফ্লাইদুবাই বিমান ফ্লাইট চালু করার চেষ্টা করব।
জাকির হোসাইন বলেন, ‘আমার একটাই লক্ষ্য, জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের উন্নয়ন। আমি আশা করি, আমার এলাকার মানুষ ভবিষ্যতেও আমার পাশে থাকবে।’
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D