কুলাউড়ায় জালনোট-পিস্তলসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫

কুলাউড়ায় জালনোট-পিস্তলসহ যুবক গ্রেফতার

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯-এর অভিযান শেষে মোক্তাদির আলী ওরফে রিপন (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার কাছে ১ কোটি টাকার দেশি-বিদেশি জাল নোট ও ৫টি নকল পিস্তল উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুলাউড়া থানার সম্মান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। রিপনের বাড়ি ওই এলাকার তৈয়ব আলীল ছেলে।

Manual1 Ad Code

তল্লাশির সময় প্রাপ্ত আলামত অনুসারে, দেশি জাল নোটের পরিমাণ ৩০ লাখ টাকা, আর বিদেশি জাল নোটের মূল্য প্রায় ৬০ লাখ টাকা। পাশাপাশি পাঁচটি নকল বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড নকল গুলিও জব্দ করা হয়।

Manual5 Ad Code

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন স্বীকার করেছেন, তিনি কয়েক মাস ধরে অনলাইনে জাল টাকা ও নকল অস্ত্রের ব্যবসা চালিয়ে আসছিলেন। অনেক সময় নকল কুরিয়ার ডেলিভারি স্লিপ দেখিয়ে অগ্রিম টাকা আদায় করে ফোন বন্ধ করতেন।

র‌্যাব জানায়, রিপনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual2 Ad Code


 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code