সিলেটে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রতারণা রোধে নির্দেশনা

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫

সিলেটে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রতারণা রোধে নির্দেশনা

Manual8 Ad Code

আকাশপথের যাত্রীসাধারণের স্বার্থ সংরক্ষণে ও এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রতারণা রোধকল্পে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় গত ১১ ফেব্রুয়ারি বিভিন্ন নির্দেশনা উল্লেখ করে পরিপত্র জারি করে।

Manual8 Ad Code

কিন্তু সিলেটে নির্দেশনাসমূহ যথাযথভাবে মানা হচ্ছে না। উক্ত পরিপত্রে টিকিটের গায়ে বিক্রয়মূল্য উল্লেখ করার নির্দেশনা থাকলেও সিলেটে তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। এ প্রেক্ষিতে পূর্বে জারিকৃত নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আকাশপথের যাত্রীসাধারণের স্বার্থ সংরক্ষণে সকল ট্রাভেল এজেন্সিকে আবশ্যিকভাবে এয়ার টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর ও টিকিটের বিক্রয়মূল্য স্পষ্টভাবে লিখতে হবে।

Manual8 Ad Code

আকাশপথের যাত্রীসাধারণকেও ক্রয়কৃত টিকিটের বিক্রয়মূল্য এবং ট্রাভেল এজেন্সির নাম যথাযথ রয়েছে কিনা বুঝে নিতে হবে। কোনভাবে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয় করা যাবে না।

Manual2 Ad Code

টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা সিন্ডিকেটের সাথে কোন ট্রাভেল এজেন্সির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে উক্ত ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code