১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০১৬
নারায়াণগঞ্জ : নারায়াণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে পুলিশের ধাওয়ায় পুকুরে ডুবে যুবকের মৃত্যুর পর এলাকাবাসীর গণপিটুনিতে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।
বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার পৌর এলাকার রাইসদিয়ায় এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম আরিফুল ইসলাম আরিফ বলে জানা গেছে। তিনি সোনারগাঁ থানা কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
পুকুরে ডুবে নিহত যুবকের নাম মতিন। তিনি মাদক ব্যবসায়ী বলে দাবি করছে পুলিশ। এলাকাবাসী বলছে সে পানব্যবসায়ী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এএসআই ফখরুল ও তার সঙ্গে থাকা কনস্টেবল আরিফ রাইজদিয়া এলাকায় আবদুল মতিন নামে এক যুবককে তল্লাশি করে।
তল্লাশির একপর্যায়ে পুলিশের সঙ্গে মতিনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মতিন পাশের ডোবার পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়।
তাৎক্ষণিক এএসআই ফখরুল পালিয়ে যেতে সক্ষম হলেও কনস্টেবল আরিফকে স্থানীয় জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে গেছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক দাবি করেন, ‘নিহত মতিন মাদক বিক্রেতা। তাকে তল্লাশি করতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে পানিতে ঝাঁপ দিলে তার মৃত্যু হয়।’
স্থানীয়রা জানিয়েছেন, এটা রহস্যজনক ঘটনা। মতিন পৌরসভার আদমপুর এলাকার পান বিক্রেতা। সে নিছক একজন ব্যবসায়ী। পুলিশ তার দেহ তল্লাশি করতে পারে, কিন্তু ধস্তাধ্তি হবে কেন?
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D