পুশইন করে গোয়েন্দা পাঠাচ্ছে ভারত : বিএনপি নেতা আব্দুস সালাম

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫

পুশইন করে গোয়েন্দা পাঠাচ্ছে ভারত : বিএনপি নেতা আব্দুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম বলেছেন, ভারত বাংলাদেশের জাতশত্রু। রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে যাদের পুশ ইন করা হচ্ছে, তাদের মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থার লোকও থাকতে পারে। সরকার তা খতিয়ে দেখছে না।

শনিবার (৫ জুলাই) বিকেলে নগরীর একটি কনভেনশন হলে সিলেটে মহানগর বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ৫ আগস্ট যদি শেখ হাসিনা সরকারের পতন না ঘটত, তাহলে বিএনপির অনেক নেতাকে ফাঁসিতে ঝোলানো হতো। বর্তমান উপদেষ্টাদের কিছুই হতো না।

বর্তমান সরকারের নির্বাচনের তারিখ নিয়ে গড়িমসির পেছনেও ভারতীয় ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, যারা নির্বাচন পিছিয়ে দিতে চায়, তারা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে চায়। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেই তারা সক্রিয়।

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের আয়োজনে এই অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে জুলাই-আগস্ট মাসে শহীদ হওয়া নেতাকর্মীদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক, খন্দকার আব্দুল মুক্তাদির, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সভায় উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট