শ্রীহট্ট পুরোহিত মন্ডলী সিলেটের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫

শ্রীহট্ট পুরোহিত মন্ডলী সিলেটের সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট পুরোহিত মন্ডলী সিলেটের সাধারণ সভা শনিবার (৫ জুলাই) সকাল ১১টায় নগরীর চৌহাট্টাস্থ ভোলানন্দ রাসকুঞ্জ সেবামন্ডলে (আশ্রম) অনুষ্ঠিত হয়।

শ্রীহট্ট পুরোহিত মন্ডলীর আহবায়ক দেবব্রত চক্রবর্তী দেবুর সভাপতিত্বে ও কৃষ্ণ চক্রবর্তী এবং রজত চক্রবর্তীর যৌথ উপস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য ও নতুন গঠনতন্ত্র উপস্থাপন করেন পুরোহিত মন্ডলীর সদস্য সচিব জগত জ্যোতি ভট্টাচার্য চন্দন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়ন্ত বিজয় চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, পংকজ ভট্টাচার্য, গৌরী শংকর ভট্টাচার্য মুকুট, শ্রীযুক্ত রাকেশ শর্ম্মা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার অরুন অধিকারী, নারায়ন চক্রবর্তী, অমিত চক্রবর্তী, রাজিব চক্রবর্তী, মৌলভীবাজার জেলার নীলকন্ঠ ভট্টাচার্য, কুটু ভট্টাচার্য, হবিগঞ্জ জেলার পংকজ ভট্টাচার্য, সিলেট জেলার বিষ্ণু প্রসাদ ভট্টাচার্য, গুপেন্দ্র কুমার চক্রবর্তী মানিক, যোগেশ^র চক্রবর্তী পিন্টু, বিশ^জিত চক্রবর্তী সুমন, গিরিধারী প্রসাদ ত্রিবেদী, হিরণ গোস্বামী রিপন, অশোক চৌধুরী, দীক বিজয় চক্রবর্তী, প্রদ্যুন্নু কুমার ভট্টাচার্য, বিদ্যাভুষন চক্রবর্তী, দিপন আচার্য্য, অজিত চক্রবর্তী প্রমুখ।

সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে নতুন গঠনতন্ত্রের আলোকে জয়ন্ত বিজয় চক্রবর্তীকে সভাপতি, জগত জ্যোতি ভট্টাচার্য চন্দনকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৭ সালের জন্য ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সিদ্ধান্ত নেয়া হয়। বিজ্ঞপ্তি