ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, হেলপার নিহত

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৫

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, হেলপার নিহত

সিলেটের ওসমানীনগরের কুরুয়া বাজারের পাশে এনা ও ইউনিক পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করুয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু মিয়ার (২৬) বাড়ি ফরিদপুর জেলার তারাকান্দা থানায়। তিনি ইউনিক বাসের হেল্পার ছিলেন।

দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান- সিলেট থেকে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের বাসের সঙ্গে ঢাকা থেকে আসা এনা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউনিকের হেল্পারের মৃত্যু হয়।

এনা গাড়ি বেপরোয়া গতিতে ভুল পাশ থেকে এসে এ দুর্ঘটনা ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়াস সার্ভিস, ওসমানীনগর থানাপুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর কুরুয়া বাজারের দুপাশে সিলেট-ঢাকা মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট দেখা দেয়। সকাল সোয়া ১০টার দিকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে যানজট নিরসন করে পুলিশ।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, সকাল ৬টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহন ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাসদুটি কুরুয়া এলাকায় আসা মাত্র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বিকট শব্দে স্থানীয়রা এগিয়ে এসে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে। পরে স্থানীয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে যোগ দেন।

এসময় ইউনিক বাসের চালক সহযোগী রাজু ঘটনাস্থলেই প্রান হারান। হাইওয়ে পুলিশ রাজুর মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান আবু তাহের দেওয়ান।