সুশাসন ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টা দরকার : সিকৃবি ভিসি

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

সুশাসন ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টা দরকার : সিকৃবি ভিসি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, সুশাসন ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টা দরকার।

বৃহস্পতিবার (০৩ জুলাই) জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ বেতার, সিলেটের বিশেষ অনুষ্ঠান “রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি” তে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ আলিমুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণ, আন্দোলনে তরুণ সমাজের নেতৃত্ব দান ও ভূমিকা, আন্দোলন পরবর্তী নতুন বাংলাদেশ কিরকম হওয়া উচিত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল না; বরং এটি ছিল দীর্ঘদিন ধরে জমে ওঠা ফ্যাসিষ্টদের বিরুদ্ধে অসন্তোষের বিস্ফোরণ। তরুণ সমাজের মধ্যে রাষ্ট্রব্যবস্থার প্রতি গভীর আস্থা সংকট, সামাজিক বৈষম্য এবং গণতান্ত্রিক অধিকার হরণ এই আন্দোলনের অন্যতম কারণ ছিল। আন্দোলন-পরবর্তী বাংলাদেশের ভাবনা নিয়ে প্রফেসর আলিমুল ইসলাম বলেন, “এই ধরনের ঐতিহাসিক ঘটনা শুধু স্মরণ করলেই হবে না; আমাদের এসব বিষয় থেকে শিক্ষা নিতে হবে। একটি নতুন বাংলাদেশ গড়তে হলে তা হতে হবে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, এবং সকল নাগরিক বিশেষ করে তরুণদের জন্য অন্তর্ভুক্তিমূলক। বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানটি শুধু স্মৃতিচারণ নয়; এটি ছিল এক ধরনের চেতনা জাগরণের আহ্বান।

সংশ্লিষ্টরা প্রফেসর আলিমুল ইসলামের বক্তব্যকে সময়োপযোগী ও প্রেরণাদায়ী বলে উল্লেখ করেন। তারা মনে করেন, এমন আলোচনা ভবিষ্যৎ প্রজন্মকে ঐতিহাসিক সত্য ও দায়িত্ব সম্পর্কে সচেতন করবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক প্রমুখ উপস্থিত ছিলেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট