আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয় : জামায়াত আমির

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৫

আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয় : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয় বরং জনপ্রত্যাশা যেন পূরণ হয়। রাজনৈতিক দলগুলো মুখে যেভাবে বলেন সেভাবে দলের স্বার্থে উঠে যেন দেশ ও জাতির স্বার্থ যেন দেখতে পারেন।

শক্রবার (২৭ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আব্দুল মান্নান,‌জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিবারের সদস্যদের সাথে অত্যন্ত আবেগঘন এ সাক্ষাৎ শেষে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান মরহুম দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের গ্রামের বাড়ী সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ছুটে যান। কবর জিয়ারত করে উপস্থিত মানুষদের নিয়ে দীর্ঘদিনের সাথী দেওয়ান মতলিবের স্মৃতি স্মরণ করে কান্না জড়িত কন্ঠে মোনাজাত পরিচালনা করেন। পরে কুলাউড়া উপজেলার শেরপুর গ্রামে হত্যাকাণ্ডের শিকার নাফিসা জান্নাত কবর জিয়ারত করেন। পরিবারকে সমবেদনা জানান। এসময় তিনি হত্যাকাণ্ডে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট