সিলেটে আরও ১ করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৫

সিলেটে আরও ১ করোনা রোগী শনাক্ত

সিলেটে গত ২৪ ঘন্টায় আরও ১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেটে ২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটে ১ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে।

আক্রান্তদের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ জন, ইবনে সিনা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, আল হারামাইন হাসপাতালে ১ জন ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন।

সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, জনসচেতনতা ছাড়া করোনা ও ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ অনেকটা কমিয়ে আনা সম্ভব। আর ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ির আঙ্গিনা ও আশপাশ এলাকা সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট