জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মে ৩০, ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শনিবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) পাঠদানকারী কলেজসমূহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক আবেদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার সংশোধিত নম্বর বণ্টন এবং সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি পরীক্ষার তারিখ: ৩১ মে শনিবার, সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা (মোট সময় ১ ঘণ্টা)

পরীক্ষার ধরন: এমসিকিউ (বহুনির্বাচনী প্রশ্ন), মোট প্রশ্ন: ১০০টি, পূর্ণমান: ১০০ নম্বর, পাস নম্বর: ৩৫। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।

এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এইচএসসি পর্যায়ের পাঠ্যসূচির ভিত্তিতে। বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা—এই তিনটি শাখার জন্য আলাদাভাবে ১০০ নম্বরের প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে।

ভর্তি পরীক্ষার অংশগ্রহণকারীদের যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার দিন প্রবেশপত্র, প্রয়োজনীয় উপকরণ ও পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট