২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় এমসি কলেজে আবেদন করেছে ১০ হাজার ৩১ জন শিক্ষার্থী। ২ হাজার ২০৫ সিটের বিপরীতে আবেদন করা এই শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শনিবার (৩১ মে) অনুষ্ঠিত হবে। এনিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ভর্তি কমিটি। ইতিমধ্যে আসনবিন্যাস ও প্রকাশ করেছে তারা।
এমসি কলেজে ভর্তি আবেদন করা শিক্ষার্থীদের পরীক্ষা এমসি কলেজ সহ ৫ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এমসি কলেজ, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের মিরাবাজার শাখা, সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ, সিলেট মডেল স্কুল এন্ড কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীর পরীক্ষা এমসি কলেজে অনুষ্ঠিত হবে। আর রোল নম্বর ২১৬৬২৫৪ থেকে ২১৬৭০০৭ পর্যন্ত বিজ্ঞানের শিক্ষার্থীরা এমসি কলেজে পরীক্ষা দিবেন। ২১৬১৪৫৪ থেকে ২১৬২৪৫৩ পর্যন্ত শিক্ষার্থীরা সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে, ২১৬২৪৫৪ থেকে ২১৬৪০৫৩ পর্যন্ত শিক্ষার্থীরা শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ মিরাবাজার শাখায়, ২১৬৪০৫৪ থেকে ২১৬৫১৫৩ পর্যন্ত শিক্ষার্থীরা সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে এবং সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজে ২১৬৫১৫৪ থেকে ২১৬৬২৫৩ পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিবেন।
পরীক্ষার নির্দেশাবলীতে বলা হয়- ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে প্রবেশপত্র ডাউনলোড করে A4 সাইজের অফসেট কাগজে প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রের প্রিন্ট কপিতে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে; পরীক্ষা আরম্ভ হওয়ার ন্যূনতম ১ ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কোন পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না; ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র এবং HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে; পরীক্ষার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা যে কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবে না।
অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা-২০২৪-২৫ এর মুরারিচাঁদ কলেজ কেন্দ্রের আহবায়ক প্রফেসর মোহাম্মদ সাহাব উদ্দীন জানান, ১০ হাজার ৩১ জন শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৫ হাজার ৫৫৪ জন, মানবিকের ৪ হাজার ৫ জন আর ব্যবসায় বাণিজ্যের রয়েছেন ৪৭২ জন শিক্ষার্থী। তারা ৫ টি ভেন্যুর ২১৫ টি কক্ষে পরীক্ষা দিবেন। ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য কেন্দ্রের মধ্যে অভিভাবকরাও উপস্থিত থাকতে পারবেন না। বিস্তারিত আসন বিন্যাস এমসি কলেজের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D