মাধবপুরে ইউপি চেয়ারম্যান মাসুদ খান গ্রেফতার

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মে ১৬, ২০২৫

মাধবপুরে ইউপি চেয়ারম্যান মাসুদ খান গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ৮টায় শাহজিবাজার সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা জগদীশপুর বাজার থেকে তাকে আটক করে মাধবপুর থানায় হস্তান্তর করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, মাসুদ খানের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলা ও হত্যার অভিযোগে মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনাবাহিনী তাকে আটক করে।

তিনি আরও বলেন, সেনাবাহিনী থানায় হস্তান্তরের পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট