চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে দেওয়া চলবে না : বাম গণতান্ত্রিক জোট

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫

চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে দেওয়া চলবে না : বাম গণতান্ত্রিক জোট

Manual2 Ad Code

কথিত মানবিক করিডোরের নামে বাংলাদেশ কে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্ত, চট্টগ্রাম বন্দর ও নিউমুরিং টার্মিনাল বিদেশীদের দেয়া,কাতারকে সামরিক সরঞ্জাম তৈরির কারখানা প্রতিষ্ঠার অনুমতি দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৫মে) বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সুমিত কান্ত দাশ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক সিরাজ আহমদ, উদীচী জেলা সংসদের সভাপতি প্রদীপ দেব রায়, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল প্রমূখ।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, সিপিবি জেলা সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দোয়েল রায় প্রমূখ।

Manual2 Ad Code

বিক্ষোভ সমাবেশে বক্তারা, কথিত মানবিক করিডোরের নামে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়ানোর হীন চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রধান উপদেষ্টার ঘোষণা র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জাতীয় সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ না নিয়ে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব পৃথিবীর সেরা বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার ঘোষণা অযৌক্তিক ও দেশের স্বার্থবিরোধী।

বক্তারা রাখাইনে মানবিক করিডোর, নিউমুড়িং কনটেইনার টার্মিনাল হ্যান্ডিলিং এর দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়া, চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়াসহ জাতীয় স্বার্থ, নিরাপত্তা, সার্বভৌমত্বের প্রশ্নের সাথে যুক্ত নীতিগত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান অনির্বাচিত অন্তর্র্বর্তী সরকারের নাই। বক্তারা রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা না করে এ সকল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Manual2 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code