সিলেটে ট্রাক ভর্তি ১২৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

সিলেটে ট্রাক ভর্তি ১২৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ

সিলেটে চোরাই পথে নিয়ে আসা ১২৫ বস্তা ভারতীয় চিনির চালান জব্দ করেছে পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের নতুনপাড়া কাঁচা রাস্তার উপর থেকে চিনি ভর্তি ট্রাকটি আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

সিলেট মহানগর পুলিশের এক সংবাদ বিঞ্জপ্তিতে জানানো হয়, সন্দেহজনক ট্রাকটি পুলিশের সিগন্যাল অমান্য করে মালনিছড়া বাগানে প্রবেশ করে। পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিলে চালকসহ ২/৩ জন অজ্ঞাতনামা চোরাকারবারী ট্রাকটি (নং ঢাকা মেট্রো-ট-১৫-০৭০৫) এয়ারপোর্ট থানাধীন নতুনপাড়া কাঁচা রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়।

পরে তারা ট্রাকটিতে তল্লাশী চালিয়ে ১২৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। যার বর্তমান বাজারমূল্য ৭ লক্ষ ৩৫ হাজার টাকা।

ট্রাকটি পুলিশ হেফজতে আছে এবং সংশ্লিষ্ট চোরাকারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট