হামজাকে এক নজর দেখার জন্য বিমানবন্দরে ভিড়

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

হামজাকে এক নজর দেখার জন্য বিমানবন্দরে ভিড়


নিজ দেশের লাল-সবুজ জার্সিতে খেলতে দেশে ফিরলেন ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা একমাত্র বাংলাদেশি তারকা ও বৃহত্তর সিলেটের কৃতি সন্তান দেওয়ান হামজা চৌধুরী।

সোমবার (১৭ মার্চ) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

এখান থেকে সরাসরি তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে ফিরবেন। এ উপলক্ষে স্থানীয়রা তাকে স্বাগত জানানোর জন্য তোরণ বা গেট স্থাপন করেছেন।
এদিকে, সিলেটের ছেলে নিজ দেশের হয়ে খেলবে বলে তাকে বরণ করতে ও এক নজর নিজ চোখে দেখতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়েছেন ফুটবলপ্রেমিরা। কেউ ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন, কেউবা লাল সবুজের পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। হামজা চৌধুরী দেশে ফেরা উপলক্ষে ফুটবলপ্রেমিদের উপস্থিতির পাশাপাশি আগে থেকে বিমানবন্দের ছিল গণমাধ্যমকর্মীদের ভিড়

বাফুফের সূত্রে জানা যায়, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ম্যানচেস্টার থেকে রাত দুইটায় সিলেটের উদ্দেশ্য রওনা হন হামজা। বিমানবন্দরে হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে আগে থেকেই উপস্থিত ছিলেন বাফুফের ৭ জন নির্বাহী সদস্য। তারা হামজাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।
আগামী ২৫ মার্চ বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার কথা রয়েছে হামজার। আজ তার নিজগ্রামের বাড়ি হবিগঞ্জে যাবেন। সেখান থেকে রাত অথবা আগামীকাল ঢাকায় গিয়ে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি। এরপর সব ঠিক থাকলে মাঠে নামবেন ভারতের বিপক্ষে