জাতীয় নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষ’ড়’য’ন্ত্র চলছে : আবুল কাহের শামীম

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

জাতীয় নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষ’ড়’য’ন্ত্র চলছে : আবুল কাহের শামীম

বিয়ানীবাজার দুবাগ ইউনিয়নে

বিএনপির মিলাদ মাহফিল


বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দোসররা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা দেশে অরাজকতা সৃষ্টি করে অবৈধ ফায়দা হাসিল করতে চায়। কিন্তু এই দেশে আওয়ামী ফ্যাসিবাদের আর উত্থান হতে দেয়া যাবেনা। এ জন্য অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। তাহলে দেশ ও জাতির মঙ্গল হবে।

তিনি বুধবার বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মাহফিলে দুবাগ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুণ আহমদ, উপজেলা বিএনপির সভাপতি সহ-সভাপতি অহিদ আহমদ তালুকদার, সিরাজ আহমদ, চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সায়েক আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শিপলু আহমদ, জিলাল আহমদ, তাজুল আহমদ, জামিল আহমদ, বাবর আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক আব্দুল মন্নান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা নিজাম উদ্দিন, ফয়জুর রহমান, আব্দুল মন্নান, শামিম আহমদ চৌধুরী, হিফজুল ইসলাম সুমন, রিপন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম আলমগীর, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী ইমন, ছাত্রদল নেতা আফছর আহমদ, আব্দুল মুকিত, আব্দুল বাসেত, বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহেদ আহমদ, ছাত্রদল নেতা সিব্বির আহমদ, তারেক আহমদ, তানভীর আহমদ, হোসেন সোহরাওয়ার্দী ও মোর্শেদ আহমদ প্রমূখ।



 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট