তারেক রহমানের এ সাজা সরকারের ষড়যন্ত্রের অংশ : নাসিম হোসাইন

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৬

সিলেট জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

693২ আগস্ট ২০১৬, মঙ্গলবার : সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, দুদক ও সরকারের ষড়যন্ত্রে তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের খালাস মামলায় সাজা দেয়া হয়েছে। সরকারের নির্দেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক তারেক রহমানকে সাজা দেয়া হয়। তিনি তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
নাসিম হোসাইন গতকাল ১ আগস্ট সোমবার তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর রেজিস্টারি মাঠ থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল পরিবর্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, দুদক ও সরকারের ষড়যন্ত্রে তারেক রহমানের বিরুদ্ধে এই রায়। তারেক রহমানকে নির্বাচনের বাইরে রাখতে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়েছে। তিনি বলেন, এসব মামলা তারেক রহমানের অগ্রযাত্রায় কোনো বাধা হবে না। তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা।
মিছিল পরবর্তী সমাবেশে অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, জেলা বিএনপি নেতা অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতা আব্দুল লতিফ খান, জেলা যুবদলের প্রচার সম্পাদক আলী আহমদ হীরা, সহ প্রচার সম্পাদক আব্দুল মালেক, কৃষি বিষয়ক সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা যুবদল নেতা প্রফেসর মঈন উদ্দিন, আব্দুস সামাদ তুহেল, ফরিদ উদ্দিন, সিরাজুল ইসলাম, সাহেদ আহমদ, সাঈদ আহমদ, মকছুদুল করিম নুহেল, শাহ মাহমুদ আলী , সোনহার আলী সোহেল, মইনুল ইসলাম মঞ্জু, সামছুল ইসলাম টিটু, হেলাল মিয়া, মুহিবুর রহমান বাবুল, মাহমুদ আলী, নজরুল ইসলাম, আব্দুস সোবহান, মাসুম আলী মাসুম, গোলাম কিবরিয়া, আব্দুল গফুর, শিপন চন্দ, সুন্দর আলী, ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্বাস উদ্দিন, আশরাফ বাহার, ইফতেখার হোসেন সুমন, মোস্তাক আহমদ, বাবুল মিয়া, চমক আলী, এনাম আহমদ, আমিন উ আহমদ, ফখরুল ইসলাম, আব্দুল মন্নান, আব্দুল মুক্তাদির খান, চান্দ আলী, আবু সাঈদ, এ.এম শামিম, সাইফুল ইসলাম, আব্দুল মারেক, দেওয়ান রকিব, মুক্তার আলী, মুকিত আহমদ, রাসেল আহমদ, ফজলু মিয়া, কাওছার আহমদ নামর, মামুন আহমদ, জুনেল আহমদ, কবির আহমদ, তজমুল মিয়া, নামর আলী, ইউনুছ মিয়া, হিরন, সুমন আহমদ, আনছার আহমদ, মুহিম আহমদ, চালিক চৌধুরী, আক্কাস আলী, আশরাফ আহমদ, মনসুর খান, লোকমান, শাহিন, জয়দুল ইসলাম, সেবুল আহমদ, রনি মিয়া, সোহেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট